সিলেটে ৩ করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে করোনা চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে নগরীর চৌহাট্টা এলাকাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে। এ হাসপাতালে শুক্রবার (১ মে) পর্যন্ত ভর্তি আছেন ২৮ জন।
এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এমন তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২৮ জন রোগী আছেন। তন্মধ্যে ১২ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সুশান্ত কুমার জানান, ভর্তি হওয়া সব রোগীদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এরা শ্বাসকষ্ট, হার্টের সমস্যায় ভুগছেন।