দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ১১:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেলে ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্র জানায়, নাচনী চন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের ভাতিজা মারফত আলী ও একই গ্রামের আব্দুল জলিলের ভাতিজা হান্নার হোসেন কর্মসূত্রে থাকেন নারায়ণগঞ্জে। সেখানে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারে বিরোধ ছিল। করোনা পরিস্থিতির কারণে দুই পরিবার এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসে। বৃহস্পতিবার তাদের মধ্যে তর্কের সূত্রে মারামারি হলে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য স্বাধীন মিয়ার হস্তক্ষেপে শুক্রবার সালিশ বসে। বিকেল পাঁচটার দিকে পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য সময় নির্ধারণ করা ছিল। তার আগেই দুপক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে নিহত হন বকুল মিয়া। তিনি নাচনী চন্ডিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সংবাদ পেয়ে দিরাই থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।