সিলেট-২ আসনে সরব সাবেক এমপি ইয়াহইয়া : ত্রান বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ১১:১২ অপরাহ্ণ
জুবেল আহমেদ:
করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে গোটা বিশ্ব। এ লড়াই নিজেকে বাঁচানোর এবং অন্যকে বাঁচানোর। করোনাভাইরাস নামের অতিক্ষুদ্র জীবাণুর প্রাদুর্ভাবের শুরু থেকে সারা দেশের মতো স্থবির হয়ে পড়েছে সিলেটের ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রা। কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষগুলো। জমানো টাকা শেষ হতেই পরিবারে পরিবারে দেখা দিয়েছে আর্থিক অনটন। তাঁর মধ্যে রমজান। খাবার জোটাতে না পেরে এসব পরিবারের সদস্যরা তিন বেলার পরিবর্তে দু-এক বেলা খেয়ে দিন পার করছে। আর সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। তারা না পারছে অন্যের কাছে হাত পাততে, আবার না পারছে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে।
করোনাকালে সিলেটে-২ আসনে ত্রাণ বিতরণে সরব আছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (এহিয়া)।
এই বিপর্যস্ত পরিস্থিতিতে ভয়ঙ্কর করোনায় দেশের চলমান সংকটে সিলেট-২ আসনের খেটে খাওয়া সেইসব দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (এহিয়া)।
সিলেটে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সিলেট-২ আসনের সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। অসহায় গরীব নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে অব্যাহত আছে তাঁর ত্রান বিতরণ কার্যক্রম। কখনো বা নিজে উপস্থিত থেকে কখনো তাঁর সহদোর জেলা পরিষদের সদস্য সহল আল-রাজি চৌধুরী ও ব্যক্তিগত একান্ত সচিব আবু বকরসহ জাতীয়পার্টির নেতাকর্মীদের মাধ্যমে সিলেট-২ আসনের প্রত্যেক উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌছাচ্ছে তাঁর দেওয়া ত্রান।
এছাড়া এই আসনে করোনা ঝুঁকির কথা ভেবে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় এ অঞ্চলের ডাক্তার ও সাংবাদিকদের মধ্যে পৌছে দিচ্ছেন পিপিই ও সার্জিক্যাল মাস্ক।
করোনার এ সংকটময় মুহুর্তে সাবেক এমপি ইয়াহইয়া’র এমন উদ্যোগ নজর কারছে সবার। সর্বমহলে পাচ্ছেন প্রশংসা।
এ বিষয়ে ওসমানীনগর ও বিশ্বনাথের বেশ কয়েকজনের সাথে আলাপ করলে তাঁরা বলেন, সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া’র এমন উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়। আমরা লক্ষ করছি করোনার শুরু থেকেই সর্বমহলে চষে বেড়াচ্ছেন তিনি। গাড়িতে করে অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন। ডাক্তার-সাংবাদিকদের জন্য নিয়ে ছুটছেন পিপিই। দেশের এই ক্রান্তিকালে একজন করোনা যোদ্ধা হয়েই লড়ছেন তিনি।