সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৯
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
এর মধ্যে চিকিৎসক, শিশুসহ মারা গেছেন তিনজন, সুস্থ হয়েছেন দুইজন।
শুক্রবার (১ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান শুক্রবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন।
তবে বিভাগের কোন জেলায় কতোজন করোনায় আক্রান্ত হয়েছেন তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেন নিতিনি।