নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে অসহায় নিম্ন আয়ের অসচ্ছল মানুষের পাশে এসে দাড়িঁয়েছেন দুবাই প্রবাসী সাদির মিয়া।
আজ সকালে দুবাই প্রবাসী সাদির মিয়ার ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের পূর্বপাড়া এলাকায় প্রায় ২২৫ জন অসহায় ও নিম্ন আয়ের অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সামাজিক দূরত্ব মেনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), সাবেক ইউপি সদস্য চান্দা আলী,মনতাজ মিয়া,তোয়াব উল্লা,মোহাম্মদ আব্দুল্লাহ,হায়দর শা,জলাই মিয়া,আমির হোসেন,সাহিদ মিয়া,চোপন মিয়া,ইসলাম উদ্দিন,কাদির মিয়া প্রমুখ।