সিলেটে ১৪৭ শতক জমির ধান কেটে দিল ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ১২:১৩ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঝলক কান্তি দাশের নেতৃত্বে ধান কাটা হয়। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকেল অব্ধি পর্যন্ত।
ধান কেটে দেন ইউনিয়নের, রবি সরকার ৪৫ শতক জমি, পরিন্ড দাস ১৬ শতক জমি, মিনাজ আহমদ ১৬ শতক জমি, লিটন বিশ্বাস ৪০ শতক জমি, ফেরদৌস মিয়া ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছেদেয় ইউপি ছাত্রলীগের নেতাকর্মীরা।
দরিদ্র কৃষকদের ধান কাটায় অংশ নেন,ইউপি ছাত্রলীগের সভাপতি ঝলক কান্তি দাস, ইউপি ছাত্রলীগ নেতা গবিন্দ বিশ্বাস, মৃত্যুঞ্জয় দাস মৃদুল, বিকাশ সরকার, ঈন্দ্রজিৎ সরকার,আইনুল, নয়ন, প্রনয়, আকাশ, রিপন, তপন, কনক, আক্তার, মাজেদ, লিটন, সাগর আহমদ ,ফকরুল আহমদ, শিরন মিয়া, সাগর মিয়া, শিপন কান্ত সহ অন্যান্যরা।
ঝলক কান্তি দাশ বলেন, বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, বন্যার অাশংকা থাকায় বিনা পারিশ্রমিকে দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেই।