সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকসহ দুইজন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট ওসমানী মেডিকেল কলেজ আরটি পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার আরো দুজন নতুন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছেন। তারা দুজনই সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা। আক্রান্ত দুজনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত।
সূত্র জানায়, বৃহস্পতিবার সর্বমোট ২১২টি নমুনা আসে ওসমানী মেডিকেল কলেজ এর এ ভাইরোলজি ল্যাবে। তারমধ্যে ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। এ ৯০ টি নমুনার মধ্যে দুজনের নমুনা পজিটিভ পাওয়া যায়, বাকী ৮৮ জনের ফল আসে নেগেটিভ। ল্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সাম্প্রতিককালে নমুনা বেশি আসায় পরীক্ষায় চাপ বেড়েছে। আগামীকাল থেকে শিফট টাইম বাড়িয়ে হলেও আরো অধিক সংখ্যক নমুনা পরীক্ষা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সিলেট বিভাগে মোট আক্রান্ত ১১০ জন। সুস্থ হয়েছেন ২জন,মৃত্যু হয়েছে ৪ জনের।