হবিগঞ্জে ডাক্তার ও এনজিওর স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জে আরো একজন ডাক্তার ও এনজিওর স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে থেকে আসা রিপোর্ট আসলে এই তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।
তিনি জানান, এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৪ জন এবং মারা গেছে একজন।