সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে করোনাভাইরাস চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত বড় অঙ্কের জরিমানা আদায় করেছে। ৫৩ দিনে সিলেট শহর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ৪০ লাখ ৬৯ হাজার ৮০০ টাকা। গত ৮ মার্চ থেকে গতকাল ২৯ এপ্রিল পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়। সেই সাথে মামলা দায়ের করা করা হয়েছে ২ হাজার ৩শ’ ১৮টি।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৮ই মার্চ।তার পর থেকেই নিয়মিত কার্যতালিকার অংশ হিসেবে পরিচালিত হতে থাকে এ ধরনের অভিযান। প্রথমে সিলেট শহরে এই অভিযান দেখা গেলেও পরবর্তীতে জেলার প্রতিটি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, ভোক্তা অধিকার আইন, সংক্রামক প্রতিরোধ আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন সহ বেশ কয়েকটি আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিলেটে জরিমানা আদায় করেছে ৪০ লাখ ৬৯ হাজার ৮০০ টাকা।
এছাড়া রাস্তায় অযথা ঘোরাফেরা, নিয়ম না মেনে দোকান খোলা রাখা ও সিএনজি অটো রিকসায় অতিরিক্ত যাত্রী বহনসহ করোনা প্রতিরোধে সরকারের বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়েও জরিমানা করা হয়।
সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও দ্রব্যমূল্য বৃদ্ধি রাখার দায়ে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।