মাধবপুরে প্রথম করোনা শনাক্ত নারীর বাড়ির ১৮ জনই নেগেটিভ!
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ৬:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত নারীর সংস্পর্শে আসা ১৮ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে।
বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা বিশেষায়িত ল্যাব থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রিপোর্ট এসে পৌঁছেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
২২ এপ্রিল উপজেলার ঘিলাতলী গ্রামের এক মধ্যবয়সী নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন নিয়ে যাওয়া হয়। ওই নারীর বাড়িটিও লকডাউন করা হয় এবং তার পরিবার ও সংস্পর্শে আসা বাড়ির ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, সামান্য জ্বর-কাশি, নিয়ে উপজেলার ঘিলাতলী গ্রামের ওই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। ২০ এপ্রিল স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠালে তার করোনা ধরা পড়ে।