সিলেটে চূড়ান্তভাবে এমপিওভুক্ত হলো ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের কারিগরি ও মাদরাসার ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করা হয়েছে। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে গতকাল বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া পৃথক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করেন।
নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিলেটের ৩৬টি, সুনামগঞ্জের ২২টি, হবিগঞ্জের ১১টি ও মৌলভীবাজারের ১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে- দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রতিষ্ঠান, বিএম প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।