বিয়ানীবাজার থেকে আরও ৭ জনের নমুনা প্রেরণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ৩:২০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার থেকে আরও ৭ জনের নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা হেলথ কমপ্লেক্সের বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ বুধবার (২৯ এপ্রিল) যে ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্য দুই জন সুনামগঞ্জ থেকে, একজন বগুড়া থেকে এবং একজন বরিশাল থেকে বিয়ানীবাজার এসেছেন। অপর ৩ জনের মৃদু উপসর্গ রয়েছে। তাদের একজন ষাটোর্ধ। অন্যদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
এ নিয়ে বিয়ানীবাজার থেকে মোট ৬৪ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। বিপরীতে আজ বুধবার পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৩২ জনের। এদিকে, ফলাফল আসতে দেরি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে বিয়ানীবাজার উপজেলা হেলথ কমপ্লেক্স সূত্র জানায় সিলেট ল্যাবে নমুনা বেশি জমা হয়ে যাওয়ায় বিয়ানীবাজারের কিছু নমুনা ঢাকা আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তাই ফলাফল পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। অবশিষ্ট ফলাফলের জন্য তারা সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।