সিলেটে করোনার সংক্রমণ এড়াতে সরছে কাঁচাবাজার
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সংকীর্ণ স্থানে থাকা কাঁচা-বাজার সরিয়ে নিতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে সিলেটেও।
ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার খোলা মাঠে সরিয়ে নেয়া হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরের রিকাবীবাজার এলাকার কাঁচাবাজারও সরিয়ে নেয় পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেডিয়াম মার্কেটের বিপরীতে ওসমানী মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা ফুটপাতে এ বাজারটি স্থানান্তর করা হয়েছে। এসময় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।
রিকাবীবাজার পয়েন্টের এই কাঁচা-বাজারে প্রতিদিন কয়েক হাজার ক্রেতার সমাগম হয়। এ কারণে বাজারটিতে সামাজিক দূরত্ব লঙ্ঘন হচ্ছিল। ফলে সেখানে করোনা সংক্রমণের ঝুঁকিও ছিল। ফলে বাজারটি স্থানান্তরের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
এ বাজার ছাড়াও নগরের আম্বরখানার মাছ বাজারও পাশের একটি খোলা মাঠে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সকল কাঁচাবাজার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। স্থানান্তরিত কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখারও ব্যবস্থা নেওয়া হবে।’