কৃষকের ধান কাটতে মাঠে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ৬:২২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে সর্বসাধারণ। বিপাকে শ্রমজীবীরা।করোনাভাইরাস রোধে সিলেট জেলায় লকডাউন করা হয়েছে। একপ্রকার ঘরবন্দি জীবনযাপন চলছে।কর্ম না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।এরই মধ্যে বোরো ধান পাকতে শুরু করেছে।
এমন পরিস্থিতে সরকারের নির্দেশেনা কৃষকদের পাশে ধান কেটে ঘরে তুলে দিতে । এমন ঘোষণার পরই দেশজুড়ে কৃষকের পাশে দাঁড়িয়ে তাঁদের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ স্বেচ্ছাসেবীরা।
তবে সিলেটের গোলাপগঞ্জে দেখা গেলো অন্যরকম দৃশ্য। দেখা যায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শতবর্ষে অতিক্রম করা প্রচীনতম বিদ্যাপীঠ ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ভাদেশ্বর ইউপির কুড়া নদীর নির্মিত সেতুর পাশের একটি জমিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠে নেমে পড়েন ধান কাঁটতে। আর শিক্ষার্থীরাও আনন্দের সাথে পাল্লা দিয়ে কেটে দিচ্ছে এক অসহায় কৃষকের ধান।
এমন দৃশ্য দেখে স্থানীয় ও পথচারীরা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিকতা এবং সামাজিকতা না থাকলে এমন কাজ করা সম্ভব নয়। এটা আমাদের জন্য শিক্ষণীয়।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ জানান, আমরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু করেছি। প্রথম দিনে আমরা ভাদেশ^র গ্রামের দরিদ্র কৃষক জসিম উদ্দিনের জমির ধান কেটে তার বাড়িতে নিয়ে দিই। আমার প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, স্কাউট ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
কৃষক জসিম উদ্দিন বলেন, শিক্ষকরা মিলে আমার ধান কেটে দেওয়ায় আমি উপকৃত হয়েছে। আমার খরচ সাশ্রয় হয়েছে।
ধান কাটায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ, মিন্টু চন্দ্র দেব নাথ, মহসিন আলি, আজিজুর রহমান খান, তাহের আহমদ, শিক্ষার্খী সাব্বির হোসেন রিফাত, আদনান আল শাফি, মোঃমুজাম্মিল হক তুহিন, আব্দুল মুতা আলী রিয়াজ, শাহাদাত হোসেন, আবু সালমান রনি, তুফায়েল আহমদ, মাজেদুল ইসলাম মাহদি, মোঃ রুকন আহমদ।