সিলেটে করোনা চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে চিকিৎসাধীন করোনা রোগীর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, বর্তমানে ১১ জন করোনা আক্রান্ত রোগীসহ মোট ২৫ ভর্তি রয়েছেন। আজ বুধবার করোনা সন্দেহে আরো দুজন এসে ভর্তি হয়েছেন।
তিনি আরো জানান, চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের মধ্যে কয়েকজন মোটামুটি সুস্থ আর কয়েকজন স্থিতীশিল অবস্থায় রয়েছেন।