সরকার প্রধান হিসেবে প্রথম শেখ হাসিনা কওমী মাদ্রাসায় এতিমদের সহায়তায় এগিয়ে এলেন : মফুর
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ
জাগির হোসেন, বালাগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৪০হাজার টাকা অর্থ বরাদ্দ আসে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বালাগঞ্জ উপজেলার অস্বচ্ছল ৪ টি কওমী মাদ্রাসার মুহতামিমদের হাতে বরাদ্দকৃত অর্থের চেক প্রদান করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর। তিনি বলেন, দেশে এই প্রথম সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসায় এতিমদের সহায়তায় এগিয়ে এলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস সহ প্রমুখ।
মাদ্রাসা গুলা হল- দারুল উলুম সোনাপুর রুপাপুর এতিমখানা মাদ্রাসা, মজলিসপুর হাজী মুজাম্মেল অালী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, বালাগঞ্জ ফিরোজাবাগ এতিমখানা মাদ্রাসা, হামছাপুর রশিদপুর নুরুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা।