দক্ষিণ সুরমায় পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি নাজিরবাজারে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাধারণ জনগনকে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় স্থানীয়রা তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা নিজেদের ওসমানী নগর থানা পুলিশের সদস্য বলে পরিচয় দেন। পরে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানাকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা এসে তাদের আটক করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ওই দুই ব্যক্তি দাবি করছেন তারা স্থানীয়দের মাস্ক পড়তে অনুরোধ করছেন। পুলিশ পরিচয় দেয়নি।
তিনি আরও বলেন, আটক দুইজনকে থানায় রাখা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।