সিলেটে ট্রাকভর্তি ৫৭০ বস্তা চাল লুট করলো জনতা, এলাকাজুড়ে তোলপাড়
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে ট্রাকভর্তি ৫৭০ বস্তা সরকারি চাল লুট করে নিয়ে গেছে এলাকাবাসী। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে। এনিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে কালীগঞ্জ বাজারের হোসেন এন্ড সন্সের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে- জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর সরকারি ডিলার হলেন যথাক্রমে খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান। যাদের চালের গোডাউন রয়েছে কালিগঞ্জ বাজারে।
তারা ভিজিএফ-এর সরকারি ১৭ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল উত্তোলনের পর নিজেদের ইউনিয়নে ১০টাকা দামে বিক্রি করার জন্য আজ রোববার সকালে কালিগঞ্জ বাজারে নিয়ে আসার জন্য রওয়ানা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ চাল ভর্তি ট্রাকের উপর হামলে পড়ে। পরে আরো প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও খাদ্য অফিসের লোকেরা এসে কিছু চাল উদ্ধার করেছে।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজন কুমার কুমার সিংহ জানান- যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।