সিলেটে নতুন করে কোয়ারেন্টিনে আরও ৩৮১ জন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ২:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৩৮১ জন। এছাড়া ১৮৭ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জ ২২০ জন, হবিগঞ্জে ৩২ জন ও মৌলভীবাজারে ৩৪ জন।
গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেটের ৮ জন, সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলভীবাজারের রয়েছেন ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩ হাজার ২৮০ জন। এর মধ্যে সিলেটে ৩৫৮ জন, সুনামগঞ্জে ১৪০৮ জন, হবিগঞ্জে ১০৬২ জন ও মৌলভীবাজারে ৪৫২ জন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৫৯৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৩১৩ জন।