ছাতকে কৃষকের ধান কেটে দিচ্ছে অর্ধশতাধিক যুবক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ১১:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে ছাতকে অর্ধশতাধিক শিক্ষিত যুবক স্বেচ্ছায় কৃষকদের পাকা ধান কাটতে শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা বিস্তার রুখতে অন্য জেলা থেকে শ্রমিক না আনতে জেলা প্রশাসনের নির্দেশনার পর বিপাকে পড়ে যায় হাওরের বোরো ফসল আবাদি কৃষকরা। এ সময় কাস্তে নিয়ে ক্ষেতে নেমে পড়েন স্থানীয় যুবকরা। শিক্ষিত যুবকদের এমন মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন হাওর পাড়ের কৃষকসহ সচেতন মহল।
শনিবার সকালে সরেজমিন হাওরে গিয়ে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে যুবকরা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের কৃষক শাহ জাহানসহ ১০-১২ জনের জমির পাকা ধান কাটছেন। ধানকাটায় স্বেচ্ছায় অংশগ্রহণ করেন সাইদুর রহমান, এবাদ উল্লাহ, ইউসুফ আলী, ফারুক আলী, ছবির আহমদ, শিহাব আহমদ, ফখর উদ্দীন, হুমায়ুন রসিদ, শাহজান মিয়াসহ ৫০ জন যুবক।
এ ব্যাপারে হাসান আহমেদ জানান, করোনাভাইরাসের আতঙ্কে হাওরের বোরো ফসল কাটার চরম শ্রমিক সংকট দেখা দিলে আমরা স্থানীয় যুবকরা এ কাজ শুরু করেছি। সামাজিক দূরুত্ব বজায় রেখেই আমরা কৃষকদের সহায়তা করছি।