নবীগঞ্জে ১৫শ’ পরিবারকে চাল বিতরণ করেছে ছয় মৌজা উন্নয়ন ফোরাম
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ৪:০৯ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিম্ন আয়ের ও অস্বচ্ছল দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সাতাইহাল ছয় মৌজা উন্নয়ন ফোরাম।
শুক্রবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ছয় মৌজা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ফুলতলি বাজারের একটি কমিউনিটি সেন্টারে ছয় মৌজার সাতাইহাল,লামাপাড়া,মাজপাড়া,লালচান, পূর্বপাড়া,মুরাউড়া গ্রামের ১৫০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ছয় মৌজা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে সাতাইহাল ছয় মৌজা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চাল পেয়ে খুশি সুবিধাভোগী পরিবার।