হবিগঞ্জে ধানকাটা শ্রমিক পরিচয়ে প্রবেশকালে ৪০ জনকে ফেরত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ১২:৫২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ধানকাটা শ্রমিক পরিচয়ে হবিগঞ্জে প্রবেশের চেষ্টাকালে পটুয়াখালী থেকে আসা ৪০ জনকে ফেরত পাঠিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে একটি ট্রাকে করে হবিগঞ্জ প্রবেশের উদ্দেশ্যে মাধবপুরে পৌঁছে তারা। এসময় মাধবপুরে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকেই তাদের ফেরত পাঠানো হয়।
রাতে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ট্রাকে করে পটুয়াখালী থেকে আসা লোকজনের কাছে কৃষি শ্রমিক হিসেবে কোনো পাস বা কাগজ ছিল না। তাদের বাড়িও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়। পরিচয় লুকিয়ে তারা প্রবেশের চেষ্টা করছিল। তাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘তারা অফিসিয়ালভাবে আমাদের অবগত করে আসেনি। এর আগেও ধান কাটা শ্রমিক পরিচয়ে হবিগঞ্জে প্রবেশের চেষ্টাকালে চারটি বাসে আসা লোকজন ফিরিয়ে দেওয়া হয়েছে।’