নগরবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহবান মেয়র আরিফের
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশ্বব্যাপি করোনা মহামারি পরিস্থিতিতে এবার মাহে রমজানে এশা ও তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জন মুসল্লির অংশ নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারী নির্দেশনা মেনে সবাইকে ধৈর্যশীল আচরণ এবং ঘরে থেকেই ইবাদত-বন্দেগি করার আহবান জানান সিসিক মেয়র।
করোনা সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সর্তক ও সাবধনতা অবলম্বন করে মাহে রমজান পালনে করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে লকডাউন চলাবস্থায় ঘরে থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাই অংশ নেবেন বলেও প্রত্যাশা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।