বাহুবলে কালবৈশাখী ঝড়ে চা শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে মাধব চাষা নামে এক চা শ্রমিক নিহত হয়েছে। ঝড়ে হবিগঞ্জ সদর, বাহুবল, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সাধারণ লোকজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বোরো ধানেরও ক্ষতি হয়েছে হাওর এলাকায়।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, কালবৈশাখী ঝড়ে রশিদপুর চা বাগানের এক শ্রমিক আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সে মারা যায়।
এদিকে ঝড়ের কারণে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। হবিগঞ্জ শহরে সকাল থেকে ছিল না বিদ্যুৎ পরে সন্ধ্যার সময় শহরে বিদ্যুৎ আসলেও পল্লী অঞ্চলের অনেক স্থানে এখনও বিদ্যুৎ আসেনি।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, ঝড়ের কারণে শহরের বিভিন্ন স্থানে লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় এবং কয়ক যায়গায় ইনসুলেটর ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়।