অবশেষে খোঁজ মিলেছে সিলেটে করোনা আক্রান্ত সেই নারীর
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই করোনা আক্রান্ত নারীকে অবশেষে তার স্বামীর বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামে পাওয়া গেছে।
তার পিতার বাড়ি কোম্পানিগঞ্জ থানাধীন খাগাইল বাজার এলাকার চরকাকান্দি গ্রামে। করোনা আক্রান্ত রুগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন ওসমানীমেডিকেল কলেজের উপ- পরিচালক ডা. হিমাংশু লাল রায় , হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া প্রসূতি নারী তার বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকালে তার খোঁজ পাওয়া যায় এবং আটক করে বিমানবন্দর থানা পুলিশ। তাকে সিলেট আইসোলেশন সেন্টারে এনে ভর্তি করা হচ্ছে। তার শারীরিক অবস্থা ভাল আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য ২৩ এপ্রিল সিলেটে করোনা আক্রান্ত ঐ নারীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এর আগে করোনা আক্রান্ত হয়ে খাদিমনগরের এক যুবক পালিয়ে বেড়ালেও পরদিন তাকে আটক করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
জানাগেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আরেকজন প্রসূতি নারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। তবে নমুনা সংগ্রহের পরপরই ওই রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা যায়। তার বাড়ি সিলেট জেলার সদর উপজেলায় বলেও জানিয়েছে ওসমানী হাসপাতালের একটি সূত্র।
এরআগে গত ১৩ এপ্রিল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের এক প্রসূতি নারী করোনাভাইরাস আক্রান্ত হন। এরপর হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হন। এবার একই হাসপাতালের একই ওয়ার্ডের আরেকজন প্রসূতি করোনা আক্রান্ত হলেন। এতে করে সিলেট বিভাগের প্রধানতম এই হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।