এবার বরিশাল ও ঢাকা থেকে ৪০ যাত্রী নিয়ে এলো বাস: সিলেটে হচ্ছেটা কী ?
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশ্বজুড়ে করোনার ভয়াল থাবায় হিমশিম খাচ্ছে শক্তিধর দেশগুলো। প্রতিদিনই মরছে হাজারো হাজার মানুষ। আর আক্রান্ত হচ্ছেন লাখে লাখ। বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। দেশের সবচাইতে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদি, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায়। সিলেট বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত সিলেটে যারাই আক্রান্ত তাদের বেশিরভাগ ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে আগত।
এদিকে, লকডাউনের মধ্যে ট্রেন আসার ক’দিন পরেই এবার ঢাকা থেকে আসলো একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাত সোয়া ৮ টায় এই ঘটনা ঘটে। কদমতলী বাস টার্মিনাল এলাকাসুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সকল বিধিনিষেধ অমান্য করে প্রায় বরিশাল ও ঢাকা থেকে চল্লিশজন যাত্রী নিয়ে অগ্রদূত নামের একটি বাস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট কদমতলী বাস টার্মিনালে এসে পৌঁছায়। বাসে চড়ে সিলেটে আসা বেশ কয়েকজন যাত্রী বলছেন- তারা একটি কোম্পানিতে কাজ করেন। বাস ভাড়া করে নিয়ে এসেছেন। আর তাদেরকে পুলিশ সহযোগিতা করেছেন।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১১ এপ্রিল সিলেটকে লকডাউন ঘোষণা করা হয় । এতে করে বাইরে থেকে সিলেটের ভেতরে প্রবেশ ও সিলেট থেকে বাইরের জেলায় যাওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা হয়। এর পূর্বে গত ২৬ মার্চ বাস, ট্রেনসহ সকল পরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়। যা এখনও বলবৎ রয়েছে।
গাড়িতে থাকা যাত্রীরা এ সময় জানান, বিভিন্ন স্থানে পুলিশ আমাদের আটকালেও পরে ছেড়ে দিয়েছে কারণ আমরা এসেছি ধান কাটার শ্রমিক হিসেবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিলেটে আগত যাত্রীরা বরিশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করতো। এদের বাড়ি সিলেট অঞ্চলে। এর মধ্যে ১১ জনকে আমরা পেয়েছি। তাদের মধ্যে ধান কাটার জন্য নবীগঞ্জে ৮ জন এবং কানাইঘাটে যাবে ৩ জন। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়ে দিয়ে যাত্রীদের ছেড়ে দিয়েছি।
এর পূর্বে গত ১৮ এপ্রিল প্রায় দুইশত যাত্রী নিয়ে ৩ বগির একটি ট্রেন ঢাকা থেকে সিলেটে আসে। ওই দিন খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া। স্টেশনে গিয়ে তিনি লকডাউন থাকা সত্ত্বেও এতো লোক সিলেটে আসার কারণ জানতে চান। পরে এব্যাপারে একটি ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিন্ত এখনও কোন কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।