হবিগঞ্জে আরো পাঁচজনের করোনা শনাক্ত, আক্রান্ত ১৮
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে নতুন করে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে বুধবার রাতে হবিগঞ্জের আরো পাঁচজন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বাহুবলে দুইজন, মাধবপুরে একজন, চুনারুঘাটে একজন ও লাখাইয়ে একজন।
এর আগে গত মঙ্গলবার দুইজন, সোমবার ১০ জন এবং ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারা সবাই বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এদিকে হবিগঞ্জ থেকে মোট ৯৬৮টি নমুনা ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে। এরমধ্যে ৪৬২টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখনো ৬০৫টি নমুনার রিপোর্ট ল্যাবে জমা রয়েছে।