শায়েস্তাগঞ্জে শিশুখাদ্য বিতরণ শুরু
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ১০:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে শিশুখাদ্য বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে সব উপজেলায় পাঠানো হয়েছে দুধ ও পাউরুটি।
বুধবার (২২ এপ্রিল) পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে তালিকা অনুযায়ী অভিভাবকদের মধ্যে এসব শিশুখাদ্য বিতরণ করছেন স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
শিশুখাদ্য দুধ ও পাউরুটির সাথে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে থেকে কলাও দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য বিতরণ করছেন পৌর কাউন্সিলররা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এই ক্রান্তিলগ্নে শিশুখাদ্য পেয়ে অভিভাবকরাসন্তোষ প্রকাশ করেছেন জানিয়েছেন পৌর মেয়র মোঃ ছালেক মিয়া।