সিলেটে ‘উপসর্গ বিহীন’ করোনা: বাড়াচ্ছে আতঙ্ক, ভয়াবহ বিপদের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ৩:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
‘উপসর্গ বিহীন’ করোনা আতঙ্ক বাড়াচ্ছে সিলেটে। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন। যারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকেরই উপসর্গ ছিলো না। বিশেষ করে গত দুই দিনে হবিগঞ্জে যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের কোনো উপসর্গ ছিলো না। সিলেটের ক্ষেত্রেও তাই। ফলে উপসর্গ বিহীন করোনা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ থেকে যাদের ‘রেফার’ করা হচ্ছে কেবল তাদেরই পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে যাদের শরীরে ইতিমধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের পরীক্ষায় আওতায় আনা হচ্ছে। এছাড়া ঢাকা কিংবা নারায়নগঞ্জ ফেরত কেউ থাকলে তাকেও পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন- গত দুই দিনে হবিগঞ্জে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বেশির ভাগেরই করোনার উপসর্গ ছিলো না। তারা বাইরে থেকে এসেছেন বলে তাদের করোনা পরীক্ষা হলে পজেটিভ পাওয়া যায়। তিনি বলেন- সিলেটের জৈন্তাপুরের হেল্পার ও গোয়াইনঘাটের হোটেল শ্রমিকের বেলায় একই ঘটনা ঘটেছে। ওই দুই জনেরও উপসর্গ ছিলো না। ফলে উপসর্গ বিহীন করোনা কিছুটা অস্বস্তিতে ফেলেছে।
সিলেটের চার জেলাকে লকডাউন ঘোষণাকালে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সিলেটে এসে ঢুকেছেন। তাদের চিহিৃত করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এখনো যাতায়াত করছে পন্যবাহী ও পাথরবাহী ট্রাক। এসব ট্রাকে করে চালক ও শ্রমিকরা যাতায়াত করছে। সুনামগঞ্জেও এসেছেন বিপুল সংখ্যক ধানকাটার শ্রমিক। পুলিশের চোখকে ফাকি দিয়ে নৌপথে আনা হচ্ছে মানুষ। কয়েক দিন আগে ট্রেনে করে প্রায় ৩২ জন মানুষ ঢুকেছেন সিলেটে। ফলে তাদের নিয়ে এখন চিন্তা বেশি। তারা বাইরে থেকে করোনা নিয়ে এসে সিলেটে সংমিশ্রন ঘটাতে পারে। এতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।