করোনায় মৃতদের দাফন-কাফনে সিলেটে স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ২:২৩ অপরাহ্ণ
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের দাফন- কাফনে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের (সিলেট -৩ আসন) দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ৩০ জন স্বেচ্ছাসেবী টিমের তালিকা চেয়ে আহবান জানিয়েছেন।
মাওলানা দিলওয়ার মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নিজের আইডি থেকে সেবামূলক এই কার্যক্রনের জন্য স্বেচ্ছাসেবক হতে আগ্রহী ৩০ জন সেচ্ছাসেবীর জন্য একটা পোষ্ট দেন। এ আহবানে সাড়া দিয়ে এপর্যন্ত প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী হতে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন।
আলাপকালে মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, বিশ্বব্যাপী করোনার এই মহামারী পরিস্থিতিতে লক্ষ্যে করা যাচ্ছে, স্বল্পমেয়াদে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা কম। (আল্লাহ না করুন) ভবিষ্যতে আরো প্রকট আকার ধারণ করতে পারে এই মহামারী।
সংকটময় মুহূর্তে মানবতার এ দুর্দিনে নিঃস্বার্থভাবে মানবসেবা বিশেষ এই টিমের মাধ্যমে আমরা দৃঢ়তার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এই টিম নিজস্ব গাড়ি নিয়ে উল্লেখিত উপজেলাসহ প্রয়োজনে অন্যান্য উপজেলাও গিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন, আমাদের স্বেচ্ছাসেবক টিম স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারদের অবগতি সাপেক্ষে করোনা ভাইরাস সংক্রমণে সেবাকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এই কাজে অংশ গ্রহণ করবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিমের সংখ্যা আরো বাড়ানো হবে।