মৌলভীবাজারে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী-র্যাবের প্রচারণা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার ও কুদরত উল্লাহ সড়কে যৌথভাবে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণায় সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাব-৯ ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আহসান আহমেদের নেতৃত্বে সেনা সদস্যরা অংশ নেন। প্রচারণায় আরও অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলর আয়াছ আহমেদ।
প্রচারণাকালে শহরের কুদরত উল্লাহ সড়কে আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় নুর সেনেটারিকে ২ হাজার টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস।
ঘণ্টাব্যাপী প্রচারণা শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা বাঁধাগ্রস্থ হচ্ছে। এর ধারাবাহিকতায় আসন্ন রমজান মাস উপলক্ষে আমরা আশঙ্কা করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রব্যের সঙ্কট দেখা দিতে পারে। এই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বাজারের প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতাগণকে অনুরোধ করছি তারা যেন আপনাদের পকেটে টাকা থাকলেই পুরো মাসের বাজার না করেন মানবিক কারণে।