আগামীকাল থেকে বিয়ানীবাজারে স্কুলের মাঠে বসবে মাছ ও সবজির বাজার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২০, ৬:০০ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
আগামীকাল বুধবার (২২ এপ্রিল) থেকে বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর কিচেন মার্কেটের মাছ ও সবজি বাজার স্থানান্তর করা হবে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাজারের জন্য নির্বাচন করা ভূমি পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর প্রশাসনের দায়িত্বশীলরা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ানীবাজারের পৌর কিচেন মার্কেটের মাছ ও সবজি বাজার স্থানান্তরের এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর কিচেন মার্কেটে মাছ ও সবজি সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেঁচা চলতো। এতে ক্রেতা-বিক্রেতারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কিচেন মার্কেটের মাছ ও সবজি বাজার খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন সকাল থেকে এ বাজার শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।