সিলেটে করোনার অজুহাতে বাসা-বাড়িতে ঘটতে পারে অপরাধ কর্মকান্ড, পুলিশের সতর্কতা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরবাসীর জ্ঞাতার্থে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার করেছে সিলেট মেট্র্রোপলিটন পুলিশ(এসএমপি)। বিজ্ঞপ্তিতে কাউকে বাসা-বাড়িতে প্রবেশের আগে পরিচয় নিশ্চিত হবার অনুরোধ জানানো হয়। আগন্তুক কারো সম্পর্কে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষনিক সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানাতে বলা হয়।
পুলিশ বলছে, সিলেট মহানগরীর বাসা-বাড়ি বা গৃহে করোনা শনাক্তের নামে অনেকে পিপিই পরিধান করে গৃহে প্রবেশের চেষ্টা করতে পারে এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে পারে। আবার অনেকে জরুরি সেবার নামে বা ত্রাণ সামগ্রী দেওয়ার নামে গৃহে বা বাড়িতে প্রবেশ করতে পারে। কোনও কোনও ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিতে পারে। এক্ষেত্রে সম্মানিত মহানগরবাসী-অবশ্যই পরিচয় নিশ্চিত হয়ে গৃহে বা বাড়িতে প্রবেশের অনুমতি দেবেন।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক সময় বিভিন্ন বাসা বাড়ী বা গৃহে করোনা শনাক্তের নামে অনেকে পিপিই পরিধান করে গৃহে প্রবেশের চেষ্টা করতে পারে এবং দুস্কৃতিমূলক কর্মকান্ড সংঘটিত করতে পারে। আবার অনেকে জরুরী সেবার নামে বা ত্রাণ সামগ্রী দেওয়ার নামে গৃহে বা বাড়িতে প্রবেশ করতে পারে। কোন কোন ক্ষেত্রে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিতে পারে। এক্ষেত্রে সম্মানিত মহানগরবাসী অবশ্যই পরিচয় নিশ্চিত হয়ে গৃহে বা বাড়ীতে প্রবেশের অনুমতি দিবেন। আগন্তুক সর্ম্পকে সন্দেহ হলে সংশিষ্ট থানা অথবা সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ যোগাযোগ করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ নম্বর সমূহ-পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬অতিঃ পুঃ কমিশনার (সদর)- ০১৭১৩-৩৭৪৫০৭ অতিঃ পুঃ কমিশনার (অপরাধ)-০১৭৬৯-৬৯১৩২৬ ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮ ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯ ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১ ডিসি (ডিবি) ০১৭৬৯-৬৯১৩২৭ ওসি, কোতয়ালি থানা-০১৭১৩-৩৭৪৫১৭ ওসি, জালালাবাদ থানা -০১৭১৩-৩৭৪৫২২ ওসি, এয়ারপোর্ট থানা -০১৭১৩-৩৭৪৫২১ ওসি, দক্ষিণ সুরমা থানা -০১৭১৩-৩৭৪৫১৮ ওসি, শাহপরাণ(রঃ) থানা -০১৭১৩-৩৭৪৩১০ওসি,মোগলাবাজার থানা -০১৭১৩-৩৭৪৫১৯ ডিউটি অফিসার কোতোয়ালী মডেল থানা-০১৭৮৬৬৩৬৫৬৫ ডিউটি অফিসার জালালাবাদ থানা-০১৭৮১-১৯৫১৫১ডিউটি অফিসার এয়ারপোর্ট থানা-০১৭২৮-৭৮৭৫৬৭ ডিউটি অফিসার দক্ষিণ সুরমা থানা-০১৭৯১-১১১৩৪৮ ডিউটি অফিসার শাহপরাণ (রঃ) থানা-০১৭৯১-১১১৩৪৭ ডিউটি অফিসার মোগলাবাজার থানা-০১৭৯১-১১১৩৪৯ পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা) ০১৭১৩-৩৭৪৩৭৫/০১৯৯৫-১০০১০০/০৮২১-৭১৬৯৬৮ জাতীয় জরুরী সেবা-৯৯৯।