গোয়াইনঘাটে একাধিক কাঁচাবাজার স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৭:২২ অপরাহ্ণ
গোয়াইনঘাট সংবাদদাতা :
করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার স্থানান্তরে গোয়াইনঘাটেও তৎপর রয়েছে প্রশাসন ও পুলিশ বিভাগ। জনসমাগম কম থাকা ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাচা বাজারের কেনা কাটায় জনসাধারণকে উদ্বুদ্ধ করণে প্রশাসন ও পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ গোয়াইনঘাটের জাফলং,হাদারপার,তোয়াকুল,বারহালসহ উপজেলার বিভিন্ন স্থানের বড় বড় হাট-বাজারগুলো হতে কাচা বাজারগুলো স্হানান্তরিত করা করেছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব জনপ্রতিনিধিদের নিয়ে ইতিপূর্বে হাদারপার,তোয়াকুল বাজারের কাচা বাজার স্হানান্তরিত করেন। সোমবার উপজেলার পূর্ব জাফলং বাজার থেকে কাচা বাজার স্হানান্তর করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম,গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সংবাদকর্মী মিনহাজ উদ্দিন,বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শাহিন মিয়া,ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ অফিসার এস,আই আবুল হোসেন,পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন,যুগ্ম আহবায়ক কামাল হোসেন,ইউপি সদস্য শাহ আলম,জয়নাল আবেদিন প্রমুখ। এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন,জনসমাগমস্থলে করোনা ভাইরাসের সংক্রমনের সম্ভাবনা বেশি। সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচাবাজারে কেনাকাটায় তাই সরকার জনসচেতনতা সৃষ্টি এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন স্থান থেকে কাঁচাবাজার স্থানান্তরিত করার নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটের সবকটি বড় বড় হাট বাজার থেকে কাঁচা বাজার সমূহ আশপাশের খোলা মাঠ এবং উন্মুক্ত স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।স্থানান্তরিত কাঁচা বাজার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।