সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০ জনে
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৫:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
করোনা আক্রান্ত সন্দেহে আরো ৩৮৮ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬০ জনে। এর বিপরীতে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মাত্র ১৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে কোয়ারেন্টিনে আনাদের মধ্যে সুনামগঞ্জেই রয়েছেন ৩১০ জন।
এছাড়াও সিলেটে ১৩, হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজারে ২৩ জন রয়েছেন। এ নিয়ে চার জেলার মধ্যে সিলেটে ২১০, সুনামগঞ্জে১ হাজার ৪৮১, হবিগঞ্জে ৮৯৪ এবং মৌলভীবাজারে ৪৭৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
তিনি বলেন, নতুন করে সিলেটে কেউ ছাড়পত্র না পেলেও সুনামগঞ্জে পেয়েছেন ৬৬, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে১০১ জন। গত ১০ মার্চ থেকে এ যাবত ৩ হাজার ৭৬৯ জন ছাড়পত্র নিয়ে হোম কোয়ারেন্টিন ছেড়েছেন। তন্মধ্যে সিলেটে ৮৯৭, সুনামগঞ্জে ১ হাজার ১৪, হবিগঞ্জে ৯২১ ও মৌলভীবাজারে ৯৩৭ জন। আর এখনো হাসপাতাল কোয়ারেন্টিনেআছেন ৫১ জন। এর মধ্যে সিলেটে ২ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৪৫ জন এবং মৌলভীবাজারে ৩ জন। সেই সঙ্গে আইসোলেশনে রয়েছেন ১৭ জন।। তাদের মধ্যে সিলেটে সিলেটে ১৪, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ১ জন।