চারটি বিশেষ ফ্লাইট: কাল থেকে সিলেট ছাড়ছেন ব্রিটিশ নাগরিকরা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৫:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনাভাইরাসের কারণে সিলেটে আটকে পড়া যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির হাইকমিশন। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় সিলেটসহ বাংলাদেশ অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ফেরাতে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাজ্য। ঢাকা থেকে লন্ডন পর্যন্ত এ ফ্লাইটগুলো ২১ থেকে ২৬ এপ্রিল পরিচালিত হবে। এর আগে আগামীকাল মঙ্গলবার সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিলেট থেকে যুক্তরাজ্যের কতজন নাগরিক নিজ দেশে যাচ্ছেন তা জানতে পারেনি তিনি।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছাড়বে। ফ্লাইট নাম্বার বিজি-৪০০৬ সিলেট থেকে সকাল সোয়া ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে দুজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করেবেন। ব্রিফিং অফিসে যিনি দায়িত্বে থাকবেন তিনি ফোনে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি ব্রিটিশ পর্যটকদের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে খুব আনন্দিত।’
তিনি বলেন, ‘এই ফ্লাইটগুলোর ব্যয় কম রাখতে চেষ্টা করা হয়েছে। আপনি ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করেন তার জন্য মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এর আগেও যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।