সিলেটে সেই করোনা আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ হচ্ছে
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ২:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের খাদিমপাড়ায় করোনাভাইরাস শনাক্ত হওয়া যুবককে সোমবার ভোরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্য এবং সে যাদের সাথে গত কয়েকদিন মেলামেশা করেছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে তার পরিবারের সদস্য ও ঘনিষ্টদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ কথা জানান।
এর আগে রোববার রাতে খাদিমপাড়ায় ৩৭ বছর বয়সের এক টমটমচালক যুবকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। রাতে খবর পেয়েই তিনি লুকিয়ে পড়েন।
সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার টিকরপাড়ায় তার শ্বশুরবাড়ি। তিনি শ্বশুরবাড়িতে থেকেই টমটম গাড়ি চালাতো।
শাহপরান থানার ওসি মো. আব্দুল কাইয়ুম সোমবার সকালে জানান, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনতার সাহায্যে রোববার মধ্যরাতে ওই যুবককে খুঁজে বের করা হয় এবং পরে ভোররাতে তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। তার বাড়িও খাদিমপাড়ায়। তবে সে টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থেকে টমটম চালাতো।
সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ভোররাতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা ওই যুবককে খুজে বের করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তার শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।