নবীগঞ্জে করোনাভাইরাসকে উপেক্ষা করে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড়
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। তবে এর বাইরে চলমান ব্যাংকিং কার্যক্রম। সাধারণ ছুটির মধ্যেই নবীগঞ্জের ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে ভিড় করছেন গ্রাহকরা। সামাজিক দূরত্ব নেই ব্যাংকের সামনে। এ ঘটনায় নবীগঞ্জ পৌরসভার নাগরিকরা মনে করছেন, অসচেতনা পরিবেশ এভাবে চলমান থাকলে করোনার প্রভাব থেকে রেহাই পাবে না নবীগঞ্জ পৌরবাসীসহ উপজেলার মানুষ।
বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ ছুটি শুরুর আগেই গ্রাহকরা প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে এসেছেন। যদিও ব্যাংকের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়নি। নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যাংকেও ছিল লম্বা লাইন। প্রত্যেক গ্রাহক এক প্রকার আতঙ্কিত হয়েই ব্যাংকে টাকা তুলতে এসেছেন। সাধারণ ছুটি গুলোতে ব্যাংক খোলা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত বলে জানান তারা।
জহিরুল ইসলাম জোনাক নামে একজন গ্রাহক জানান, লম্বা ছুটিতে ব্যাংক খোলা থাকলেও বাসা থেকে বের হওয়াটাও বড় ঝামেলা। তাই প্রয়োজনীয় কিছু টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিলাম। এটিএম বুথ থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা উঠাতে ঝামেলা। এ ছাড়া টাকা থাকবে কিনা এটি নিয়েই চিন্তায় আছি।
আব্দুল মতিন নামের একজন ব্যবসায়ী জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কম-বেশি সবাই উদ্বিগ্ন। কিছু ব্যবসায়ীক লেনদেন আছে। তাই ব্যাংকে টাকা তুলতে এসেছি।
ইউনাটেড কমাশিয়াল ব্যাংক শাখার ম্যানাজার মুহিত চক্রবর্তী বলেন, গ্রাহকরা হয়ত মনে করছে, সারাদেশ সামনে লকডাউন হয়ে যাবে। তাই অতিরিক্ত টাকা উত্তোলন করছেন। আমাদের ব্যাংকে ও দীর্ঘ সারি ছিল।
নবীগঞ্জ শাখার ইসলামী ব্যাংক ম্যানাজার কায়সার আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা সাংবাদিকদের ব্যাংক প্রবেশে বাঁধা দেন। এবং গ্রাহকদের গা ঘষে ঠেলা ধাক্কার বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন।