সিলেটে করোনা আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত ৩ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এখনো কারো ভেন্টিলেশনের প্রয়োজন পড়েনি। তবে মাঝে-মধ্যে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন রোগি। এর মধ্যে মারা গেছেন ২ জন। ৩ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে রয়েছেন সুনামগঞ্জের এক মহিলা, সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরের দুই যুবক।
হাসপাতালের আবাসিক সার্জন সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- করোনা আক্রান্ত ৩ রোগির অবস্থা স্থিতিশীল রয়েছে।
কারো এখনো ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি। তিনি জানান- তার হাসপাতালে করোনা সন্দেহে আরো ১০ জন ভর্তি রয়েছেন। রোববার করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে- সিলেটে বাড়ছে হোম কোয়ারেন্টিনে অবস্থানের সংখ্যাও। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- সিলেটে কোয়ারেন্টিনে আছে ২৮৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৯৭, সুনামগঞ্জে ১২৩৮, হবিগঞ্জে ৮৭৮ ও মৌলভীবাজারে ৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে গেছেন ১৪১ জন, আর কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১৯২ জন।