নবীগঞ্জে অসাধু টিসিবির ডিলারের খুঁজে প্রশাসন!
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ৪:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধারের ঘটনায় মুল হোতা টিসিবির ডিলারকে খুঁজছে পুলিশ। আটককৃত ব্যবসায়ী জলাই মিয়াকে রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রশাসন । তবে সে একেকবার একেক রকম তথ্য দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায় গত টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ। এঘটনার পর থেকে কোন স্থান এবং কার কাছ থেকে মুদি দোকান ব্যবসায়ী জলাই মিয়া তেল সংগ্রহ করেছে জলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মুল হোতা টিসিবির ডিলারের খুঁজে রাতভর আটককৃত জলাই মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ প্রশাসন। জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরণের তথ্য দিচ্ছে জলাই মিয়া এমনটা দাবী করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তবে বিশ্বস্থ সূত্রে জানা গেছে কয়েকজন টিসিবির ডিলারের গোমর ফাঁস করেছে জলাই। এদিকে টিসিবির ডিলারদের গভীর নজরদারীতে রেখেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
সচেতন মহলের ভাষ্য, যে বা যারা অবৈধ ভাবে খোলা বাজারের টিসিবির তেল বিক্রি করছে সেইসব ব্যবসায়ীকে কে বা কোন ডিলার তেল সরবারহ করছে মূল হোতাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী করেছেন।
প্রসঙ্গত নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে আমরা মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।