আল্লামা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মফুর’র শোক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশের প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন ও দেশের শীর্ষ স্থানীয় আলেম ও খতীব জামিয়া রাহমানিয়া বেড়তলা বি.বাড়িয়ার শায়খুল হাদীস-মহা পরিচালক, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, বিশ্ব নন্দিত আলোচক আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
এক শোক বার্তায় তিনি বলেন, আনসারী’র মৃত্যুতে সিলেট সহ দেশবাসী একজন আল্লাহ ভীরু ইসলামী রাজনীতিবিদ ও শীর্ষ আলেমকে হারিয়েছে। যা কখনো পূরণ হবার নয়। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমানের প্রিয় ওয়াজেজ ছিলেন তিনি। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন দ্বীনের এই মহান খাদেমের সকল কাজকে কবুল করেন, তার এই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।
দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছিলেন।