সিলেটে করোনা আক্রান্ত মা, সুস্থ নবজাতক!
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২০, ৯:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে করোনা আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা সুনামগঞ্জ সদর উপজেলার সেই নারীর নবজাতক শিশুর করোনা রিপোর্ট প্রাথমিকভাবে নেগেটিভ এসেছে।
বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, কয়েকদিন আগেই ঐ নবজাতক শিশু ও তার বাবার শরীরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যেহেতু কারো রিপোর্ট পজেটিভ না আসলে আলাদাভাবে জানানো হয় না, তাই আমরা ধারণা করছি শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত নয়। আক্রান্ত হলে আগেই আমাদের জানানো হত।
এদিকে করোনায় আক্রান্ত সেই নারী এখনো শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।