আজ সিলেট অঞ্চলের জন্য সুসংবাদ: কোনো করোনা আক্রান্ত নেই চার জেলায়
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২০, ৩:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের চার জেলায় আজ শুক্রবার করোনাভাইরাস(কোভিড-১৯) পরীক্ষার ফল সবার নেগেটিভ এসেছে। গত বৃহস্পতিবার চার জেলার ৮৬ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয় ।
আজ শুক্রবার এই ৮৭টি নমুনার প্রত্যেকটির ফলাফলই নেগেটিভ এসেছে। তারা কেউই করোনায় আক্রান্ত নন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবকটির ফলাফল নেগেটিভ এসেছে।
জানা গেছে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) পাশাপাশি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পরীক্ষাগারেও পরীক্ষা চলছে।
এর আগে গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সিলেটের দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তাদের একজন সিলেটের গোয়াইঘাট উপজেলা ও অপরজন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।