সিলেট নগরীতে করোনা সন্দেহে মৃত শিশুর নমুনা সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ৮:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের উপশহরে ১০ বছরের এক মেয়ে শিশুকে জ্বর-সর্দিতে আক্রান্ত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, ‘শিশুটির শরীরে করোনাভাইরাস আছে কিনা, তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’
সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম জানান, ইতোমধ্যে পরীক্ষা করার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী জানার, শুনেছি এক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। তবে তার কী রোগ ছিল তা জানা নেই। যদি আমাদের কোনও নির্দেশ দেওয়া হয়, তাহলে নির্দেশনা অনুসারে কাজ করবো।
ওসমানী হাসপাতালের এসআই ফারুক হোসেন জানান, ‘শিশু মেয়েটি উপশহরের বাসিন্দা। তাকে জ্বর-সর্দিতে আক্রান্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’