ডা.মঈন উদ্দিন’র মৃত্যুতে: সাবেক এমপি এহিয়ার শোক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ১:০৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বুধবার সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী ইয়াহ্ইয়া তিনি এক শোক বার্তায় ডা.মোর্শেদ আহমদ চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।