সিলেটে করোনার দুর্দিনে নেতাদের খুঁজছেন বিএনপির কর্মীরা
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২০, ১১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনাভাইরাস সংক্রামণের আগে সিলেটে বিএনপির কার্যক্রম অব্যাহত থাকলেও এখন কর্মীদের পাশে নেই নেতারা। এমনকি সাধারণ মানুষের পাশেও নেই তারা। গুরুতর পরিস্থিতিতে দলের দায়িত্বশীলদের অনুপুস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে নানা মন্তব্য করছেন দলীয় কর্মী-সমর্থকরা। দলীয় সহযোগিতা চেয়ে এপ্রিল ফেসবুকে লিখেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাঈদ খান। তিনি লেখেন, ‘নিজ দলের নেতাকর্মীদের খবর নিন , সাহায্য সহযোগিতা করুন। ওরা সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত। কারণ, ওদের অপরাধ ওরা বিএনপি! জামায়াত!’
দেওয়ান জাকি চৌধুরী নামের সাবেক ছাত্রদল নেতা ফেসবুকে ১৩ এপ্রিল লিখেছেন- ‘সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা কই? সিলেটের মানুষের পাশে এবং অসহায় দলের কর্মীদের সহযোগিতা করুন, আমাদের পাশে পাবেন।’
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার পর মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়। কর্মহীন হয়ে পড়েন শ্রমজীবী মানুষ। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। এই দুর্ভোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ায় সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা মানুষকে সহযোগিতাও করেন। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে সিলেটে ত্রাণ বিতরণ করা হলেও বিএনপি নেতাদের দেখা মেলেনি। তবে কয়েকদিন আগে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে সিলেট ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে জাতীয়তাবাদী হেল্প ফান্ড গঠন করে সহযোগিতা চাওয়া শুরু হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, বিএনপির নেতৃবৃন্দ এই দুঃসময়েও সাধারণ মানুষের কাছে রয়েছে। অনেকেই ব্যক্তিগতভাবে সহযোগীতা করে যাচ্ছেন। সম্প্রতি ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এতে আমাদেরকে সম্পৃত্ত করা হয়েছে। ফান্ড সংগ্রহের পর পরই আমরা চাচ্ছি রোজার আগ মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে।
এই ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ বলেন, ‘বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত। দলের নেতারা হামলা-মামলা থেকে রেহাই পেতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করছেন। সাধারণ মানুষের দল বিএনপির পক্ষ থেকে সেই ভাবনা থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুত সাধারণ মানুষের কাছে খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হবে।’
সিলেটের উপজেলাগুলোতে বিএনপির নেতারা নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ চালিয়ে যাচ্ছেন বলেও দাবি এই বিএনপি নেতার।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, ‘মানুষের এই দুঃসমেয় অনেকে সংস্থা ও দল ত্রাণ বিতরণ করেছেন। আমাদের কাছে মনে হয়েছে এই অবস্থা আরও কিছুদিন থাকবে। যে জন্য আমরা ত্রাণ বিতরণ শুরু করিনি। ইতোমধ্যে আমরা হেল্প ফান্ড করেছি। অনেকেই সহযোগিতাও করছেন। মূলত আমাদের টার্গেট হলো রমজান মাসে সাধারণ মানুষকে সহযোগিতা করা। সেই লক্ষ্যে আমরা কাজও করে যাচ্ছি।’
বিএনপির রাজনীতি করায় কর্মীদের সরকারি ত্রাণ না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘অমাদের কাছে সে খবর আছে। ইতোমধ্যে দলের নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করা হচ্ছে। আমরা আশাবাদী, রমজান শুরুর আগেই আমরা সহযোগিতা করতে পারবো।’
সিলেট জেলা যুবদলের সদস্য ও জাতীয়তাবাদী হেল্প ফান্ডের দায়িত্বে থাকা আখতার আহমদ বলেন, ‘আমরা ফান্ড করছি রমজান মাসকে সামনে রেখে। দলের শীর্ষ নেতারা এই ফান্ডে সহযোগিতা করছেন।’সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, ‘মানুষের এই দুঃসমেয় অনেকে সংস্থা ও দল ত্রাণ বিতরণ করেছেন। আমাদের কাছে মনে হয়েছে এই অবস্থা আরও কিছুদিন থাকবে। যে জন্য আমরা ত্রাণ বিতরণ শুরু করিনি। ইতোমধ্যে আমরা হেল্প ফান্ড করেছি। অনেকেই সহযোগিতাও করছেন। মূলত আমাদের টার্গেট হলো রমজান মাসে সাধারণ মানুষকে সহযোগিতা করা। সেই লক্ষ্যে আমরা কাজও করে যাচ্ছি।’
বিএনপির রাজনীতি করায় কর্মীদের সরকারি ত্রাণ না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘অমাদের কাছে সে খবর আছে। ইতোমধ্যে দলের নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করা হচ্ছে। আমরা আশাবাদী, রমজান শুরুর আগেই আমরা সহযোগিতা করতে পারবো।’
সিলেট জেলা যুবদলের সদস্য ও জাতীয়তাবাদী হেল্প ফান্ডের দায়িত্বে থাকা আখতার আহমদ বলেন, ‘আমরা ফান্ড করছি রমজান মাসকে সামনে রেখে। দলের শীর্ষ নেতারা এই ফান্ডে সহযোগিতা করছেন।’