সিলেটে ‘করোনা সন্দেহে’ হাসপাতালের কোয়ারেন্টিনে ১০, একজন আইসোলেশনে
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২০, ৭:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১১ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনা আক্রান্ত সুনামগঞ্জের ওই নারী ছাড়া বাকিরা সবাই করোনা সন্দেহে কোয়ারেন্টিনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত নারী ছাড়াও আরও দশজন ভর্তি আছেন। করোনা আক্রান্ত সেই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ছাড়া হাসপাতালে বাকি দশজনের মধ্যে ছয়জন পুরুষ, বাকি চারজন নারী। তাদেরও শারীরিক অবস্থা ভালো আছে।
তিনি বলেন, ‘কোয়ারেন্টিনে থাকা নয়জনের নমুনা সংগ্রহ করে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি একজন আজ দুপুরে এসে ভর্তি হওয়ায় তার নমুনা সংগ্রহ করা যায়নি। আগামীকাল বুধবার তার নমুনা সংগ্রহ করা হবে।’