সিলেটে লকডাউন অমান্য করায় ৯২ মামলা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টা থেকে দিনভর সিলেট নগর ও জেলার সকল উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লকডাউন না মানাসহ বিভিন্ন অভিযোগে ৯২ টি মামলায় ১ লাখ ৩৯ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
সিলেট জেলা প্রশাসনে সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জানান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিম সিলেটজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহযোগীতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।