সিলেটে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য পৌছে দিলেন পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ১১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জৈন্তাপুর থানার খাসিয়া পল্লী এবং মোকাম পুঞ্জিতে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ ১৩ এপ্রিল (সোমবার) বিকেল ৪টার দিকে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিম্ন আয়ের একশত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পৌছে দিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গনমাধ্যম) লুৎফর রহমান,জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক,অফিসার ইনচার্জ ডিবি(উত্তর) সাইফুল আলম ,জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল প্রমুখ।
উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরী করে সরকারের পক্ষ থেকে ত্রান সামগ্রী দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের প্রতি ভালাবাসার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে আমরা নিম্ন আয়ের মানুষের পাশে সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী নিয়ে পাশে থাকার চেষ্টা করছি। এসময় মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক দুরত্ব বজায় থেকে ঘন ঘন গরম পানি পান করার পরামর্শ্য দেন তিনি।
এদিকে ফোন দিলে খাদ্য সামগ্রী পৌছে যাবে জেলা পুলিশের এমন ঘোষণার পর জৈন্তাপুর থানার হরিপুর গ্যাস ক্ষেত্র এলাকার কয়েকজন নিম্ন আয়ের মানুষের ফোনের প্রেক্ষিতে পুলিশ সুপার নিজে আজ তিন ঘটিকার সময় তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন ।