সিলেটে অসহায় মানুষের পাশে শাবির সাবেক শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনা সংক্রমণ রোধে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছেন দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া প্রান্তিক ও বিপদগ্রস্ত এ জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ‘করোনা-২০১৯ ভিকটিমদের পাশে আমরা’ শিরোনামে তারা এ পর্যন্ত ১৭ জন শাবি শিক্ষার্থীকে নগদ সহায়তা ও এক হাজার ৬৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
সহযোগিতার অংশ হিসেবে সিলেট জেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকা, নওগাঁর পোরশা উপজেলা, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা, ময়মনসিংহ সদরের চর নিলক্ষিয়া ও ঈশ্বরগঞ্জ, নরসিংদীর পলাশ, ঢাকার আগারগাঁও এবং মিরপুরের কাজীপাড়ায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারে বিতরণ করা খাদ্যসামগ্রী প্যাকেজে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সাবান, মসলা।
করোনা সংক্রমণ রোধে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছেন দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া প্রান্তিক ও বিপদগ্রস্ত এ জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ‘করোনা-২০১৯ ভিকটিমদের পাশে আমরা’ শিরোনামে তারা এ পর্যন্ত ১৭ জন শাবি শিক্ষার্থীকে নগদ সহায়তা ও এক হাজার ৬৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
সহযোগিতার অংশ হিসেবে সিলেট জেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকা, নওগাঁর পোরশা উপজেলা, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা, ময়মনসিংহ সদরের চর নিলক্ষিয়া ও ঈশ্বরগঞ্জ, নরসিংদীর পলাশ, ঢাকার আগারগাঁও এবং মিরপুরের কাজীপাড়ায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারে বিতরণ করা খাদ্যসামগ্রী প্যাকেজে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সাবান, মসলা।
শাবির সাবেক এই শিক্ষার্থী করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, করোনা সংকটে অসহায় মানুষদের পাশে থাকতে যার যার সামর্থ্য অনুযায়ী সবার সাহায্য করা উচিত। আমাদের সম্মিলিত প্রচেষ্টার অংশ হতে যে কেউ অনলাইনে ক্লিক করে বিস্তারিত জানতে ও অনুদান দিতে পারবেন। এছাড়া ব্যাংক, বিকাশ, রকেট ও নগদের মাধ্যমেও অনুদান দেওয়া যাবে। শুধু সাস্টিয়ান নয়, বরং দেশ-বিদেশের যেকোনও প্রান্ত থেকে যে কেউ অনুদান পাঠাতে পারবেন বলে জানান তিনি।